Posts

Showing posts from March, 2020
Image
একুশের ভোর পত্রিকায় প্রকাশিত আমার গল্প "“ বাঙালি আগন্তুক”" লেখকঃ আসিফ মাহমুদ জীবন রেহান আমার সামনে ভাঙা চেয়ারে হেলান দিয়ে অন্যান্য বাচ্চাদের মতোই থেকে থেকে হাত-পা নাড়াচ্ছে, জিভ বের করছে, মাথা নাড়ছে, আবার মাঝে মাঝে লুকিয়ে আমার দিকে তাকাচ্ছে। ছেলেটাকে দেখে কেউ বুঝতেও পারবে না যে আট-দশটা বাঙালি বাচ্চাদের মতো সে বাংলা বলতে পারেনা। এতে রেহানের অবশ্য কোনো দোষ নেই, দোষ আপা-দুলাভাইয়ের, বিশেষ করে আপার। হাজার হোক, মাতৃভাষা তো মানুষ মায়ের মুখেই শেখে। আমেরিকায় জন্ম বলে যে শেকড় ভুলে দমাদম ইংরেজিই শেখাতে হবে, এ কি কথা! রেহান ইতস্তত ভাব কাটিয়ে শেষ পর্যন্ত আমাকে চোস্ত ইংরেজিতে জিজ্ঞাসা করল, “ So, you are my uncle? “ আমি ত্যালতেলে হেসে মাথা নুইয়ে সায় দিলাম যে আমিই তার হতভাগ্য মামা। হতভাগ্য বলার যথেষ্ট কারণ আছে। অনার্স শেষ করে যে ছেলে বাপের টাকায় টঙের দোকানে বসে চা খায়, মাঝে মাঝে দোকানের পিছনের দিকে গিয়ে সস্তা সিগারেটও টানে, তাকে হতভাগ্য বললে খুব একটা চোটপাট হবে না। রেহানকে আমি এই প্রথমবারের মতো দেখছি। দুলাভাই আপাকে নিয়ে আমেরিকাতে গিয়েছিলেন বছর আটেক আগে, কাজের ব্যস্ততায়