বুক রিভিউঃ  ইনফার্নো

লেখকঃ ড্যান ব্রাউন


রিভিউ লেখকঃ আসিফ মাহমুদ জীবন


অন্ধকারাচ্ছন্ন একটা গুহা, হটাত সেখানে ভয়াল দর্শন এক মুখোশধারীকে দেখা গেলো, তার বলা ভয়ঙ্কর কথাগুলো পৃথিবীকে বদলে দেবে এক নিমিষে।
সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডন জ্ঞান ফিরে নিজেকে আবিস্কার করলেন ফ্লোরেন্স শহরে, রেনেসাসের সূচনা আর সমাপ্তির কেন্দ্রস্থল এটাই। কিন্তু কি ঘটেছিল তার সাথে, কেনই বা তিনি এখানে কোনটিই তার মনে পড়ছে না। স্মৃতি ভ্রষ্ট ল্যাংডনের জ্যাকেটে পাওয়া যায় অদ্ভুত একটা জিনিস যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। ঘটনাচক্রে তার সাথে জড়িয়ে পড়ে অদ্ভুত এক মেয়ে, তারপর ঘটতে থাকে একের পর এক সহিংসতা। এক গুপ্ত সংঘটনের আক্রমনে জীবন বাজি রেখে দুজনে খুড়ে বের করার চেষ্টা করে প্রকৃত রহসস্যের সমাধান। দ্যা ভিঞ্চি কোড এবং লস্ট সিম্বলের পর পাঠকের সামনে আবারও উপস্থিত হলেন ড্যান ব্রাউনের অনবদ্য সৃষ্ট চরিত্র, রবার্ট ল্যাংডন। প্রাচীন ইতিহাস আর লেখকের অসাধারণ বর্ণনা পাঠকের নিউরনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করবে দান্তে আলঘেরির রোমকে তুলে ধরবে চোখের সামনে। পাঠকের সামনে অসাধারণ এ উপস্থাপনাই ইনফার্নো এর সার্থকতা।                
                                     

Comments

Popular posts from this blog