বুক রিভিউঃ ব্লাক বুদ্ধা

লেখকঃ রবিন জামান খান


রিভিউ লেখকঃ আসিফ মাহমুদ জীবন


১৮০ খ্রিস্টপূর্বাব্দ, মৌর্য সাম্রাজ্যের পতন আর শুঙ্গ বংশের উত্থানের মধ্যে দিয়ে ভারতবর্ষ যখন নিষ্ঠুরতম গণহত্যায় উত্তাল, তখনই অপহৃত হলেন তিব্বতের সবচেয়ে বড় মঠের লামা। তাকে উদ্ধার করতে ভারতবর্ষে পা রাখল তিব্বতের সেরা যোদ্ধাদের একজন।
অন্যদিকে, বর্তমান সময়ে আসাম থেকে রিসার্চ প্রজেক্ট শেষ করে দেশে ফেরার পথে হটাৎ করে গায়েব হয়ে গেলেন শাবিপ্রবির’র একজন শিক্ষক। তাকে খুজে বের করতে সিলেট পাঠানো হল তানভির মালিককে। একদিকে সিলেটকে নিয়ে তানভিরের পুরনো তিক্ততা, তার উপর ক্যারিয়ারের প্রথম ফিল্ড মিশন, তানভির মালিক বেপরোয়া হয়ে উঠল মুক্তির জন্য। প্রতি পদে হোঁচট খেতে খেতে যখন রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে তখন সে জানতে পারলো অতীত ও বর্তমানের জটপাকানো ঘটনার মূল নিহিত আছে এমন এক বিন্দুতে যেখানে অবস্থান করছে দুই হাজার বছরের পুরনো এক রহস্য, মানব সভ্যতা যাকে অন্ধকারের অবতার তথা ব্লাক বুদ্ধা নামে জানে।
লেখক রবিন জামান খান সুদীর্ঘ ইতিহাস আর বর্তমান সময়কে এক বিন্দুতে নিয়ে এসেছেন। প্রতিটি অধ্যায় পাঠককে চুম্বকের মতো ধরে রাখবে সারাটি সময়।
                                          

Comments

Popular posts from this blog