কবিতাঃ মৃত্যুছায়া

আসিফ মাহমুদ জীবন


আজ আমার জোছনায় মন নেই,
কবিতার প্রতি ছন্দে আমি হারিয়ে ফেলেছি খেই।
অন্ধকারের পতিত কূপে ঘুরিছে হাজারো ছায়া,
তাদের সে নৃশংস রুপে কাঁপিছে মোর কায়া।
বইয়ের পাতার শব্দগুলো আজও বোবার মতো নির্বাক,
স্বার্থান্বেষী তারাও জানে আমার এ দুর্বিপাক ।
আশেপাশে কতো সখা যে ছিলো, তাদের ডেকেছি ‘প্রিয়’,
বিপদের দিনে তারাও বুঝেছে, চুপ থাকাটাই শ্রেয়।
আলো-আধারির জোছনার নিচে একা দাঁড়িয়েছি শেষে,
নিঃস্ব আমি, রিক্ত আমি, মৃত ফকিরের বেশে।
চাঁদ হেসে তার রুপের পশরা সাজিয়ে বসেছে যেই,
বলেছি আমি, ওগো শশী, আজ আমার জোছনায় মন নেই।

Comments

Popular posts from this blog